মুক্তিযুদ্ধের সংগঠক আবু ছালেহ আর নেই

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক গণপরিষদ সদস্য, ষাটের দশকের খ্যাতিমান ছাত্রনেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠসহচর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম আবু ছালেহ আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার (৩ আগস্ট) বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে। আজ বাদে এশা নগরের কদম মোবারক এতিমখানা মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টায় সাতকানিয়া কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এম আবু ছালেহের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

পৃথক বিবৃতিতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা ও পরম করুণাময় আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।