চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ-পরী’ দম্পতির চার সন্তানের নাম রাখা হয়েছে সাঙ্গু, হালদা, পদ্মা ও মেঘনা।
সোমবার (১ আগস্ট) দুপুরে এ চারটি সাদা বাঘের নামকরণ করেন চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
নদীর সঙ্গে মিল রেখে সদ্য জন্ম নেওয়া বাঘের সাদা শাবকগুলোর নামকরণের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুটি নদীর নাম সাঙ্গু ও হালদা। এছাড়া মেঘনা বাংলাদেশের অন্যতম বৃহত্তর নদী এবং পদ্মা আমাদের স্বপ্নের সেতু। তাই নদীগুলোর সঙ্গে মিল রেখে ৪টি সাদা বাঘ শাবকের নাম পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা রাখা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশের চিড়িয়াখানা ও সাফারি পার্কের মধ্যে সবচেয়ে বেশি বাঘ এখন চট্টগ্রাম চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানার ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ নিয়ে সুদীর্ঘ পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা রাজ ও পরী বাঘ দম্পতি ৪টি সাদা শাবক জন্ম দেয়। এ নিয়ে শুধু চট্টগ্রাম চিড়িয়াখানাতেই সাদা বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ। আর মোট বাঘের সংখ্যা ১৬টি। এই দম্পতির ঘরে চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৮ সালে বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম সাদা বাঘটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ।