তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এটিএন বাংলা যাত্রা শুরু করেছে। ২৫ বছরের পথচলায় এটিএন বাংলা গণমানুষের চ্যানেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
এ ছাড়া সমাজের তৃতীয় নয়ন উন্মোচনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা এটিএন বাংলা খুব দক্ষতার সঙ্গে করে যাচ্ছে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এটিএন বাংলার ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অফিসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, গত ২৫ বছর এটিএন বাংলা সঠিক সংবাদ পরিবেশন এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য লালন করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতের পথচলায় এটিএন বাংলা জাতি গঠনে নতুন প্রজন্মের সঠিকভাবে মনন গঠনে এবং দেশকে সমস্ত চ্যালেঞ্জ মেকাবেলা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধদের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে।
এসময় এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস ব্যস্ততার মধ্যেও তথ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় এটিএন বাংলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। এ সময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন চেম্বারের পরিচালক অহিদ সিরাজ স্বপন। শুভেচ্ছা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
পরে মন্ত্রী কেককেট এটিএন বাংলার ২৫ বছর পূর্তি উদযাপনে অংশ নেন।
এর আগে সকালে এটিএন বাংলার চট্টগ্রাম অফিসে আয়োজিত খতমে কোরআন, দোয়া, মিলাদ ও বিশিষ্টজনদের মতবিনিময়ের আয়োজন করা হয়। চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ শুভেচ্ছা বক্তব্য দেন। পরে অতিথিরা কেক কেটে এটিএন বাংলার ২৫ বছর পূর্তিতে শামিল হন।
এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, জিপিএইচ ইস্পাতের মিডিয়া উপদেষ্টা অভীক ওসমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মনজুর কাদের মঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, চ্যানেল টুয়েন্টিফোরের আঞ্চলিক প্রধান কামাল পারভেজ, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, সিজেকেএসের সহ-সভাপতি আমিনুল ইসলামসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এছাড়া সুহৃদ চট্টগ্রামের ইমতিয়াজ শাওন, বিজিএমইএ’র প্রথম সহসভাপতিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ২৫ বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন এটিএন বাংলার চট্টগ্রাম অফিসে।