চট্টগ্রামের কর্নফুলী থানার শিকলবাহা ও ইপিজেড এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫জন নিহত ২০জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার বেলা ৩টার দিকে চৌমুহনী কেডিএস এর মালিকানাধীন পেট্রোল পাম্প এর সামনে বিআরটিসি বাস ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষে দুটি বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়।
ওভারটেক করতে গিয়ে বাস দুটি দুর্ঘটনায় কবলিত হয় জানিয়ে পুলিশের টিআই আনোয়ার আজিম জানান, দুটি বাসের অসংখ্য যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ২ জন মারা গেছে। এদের একজন বেসরকারী ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তা বলে জানা গেছে। আহতদের মধ্যে অন্তত ১২জনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিস এর সহায়তায়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন- কর্ণফুলিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ থেকে ২৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার খালপাড়ে বাসের চাপায় রিকশারোহী নারী ও শিশুসহ একজন পথচারী নিহত হয়েছেন। তারা হলেন- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)।
শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাসচালককে আটক করেছে।
ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজার সংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।