চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা যাতে কখনো কেউ ছিনিয়ে নিতে না পারে সে লক্ষ্যে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশ স্বাধীন হওয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। বর্তমান সরকার ক্ষমতায় না থাকলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মঙ্গল হবেনা। যতদিন বেঁচে থাকবো ততদিন বীর মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে সার্বিক সহযোগিতার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের অন্তস্থলে ধারণ করবো। পাশাপাশি জাতির পিতার স্বপ্ন দূর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে।
বুধবার (১৬জুন) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড কর্তৃক বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ নবাগত বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়াম কামাল দুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউজ্জামান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন গেদু, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিলীপ কান্তি দাশ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, মিরসরাই উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ, সাতকানিয়া উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, হাটহাজারী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বীর মুক্তিযোদ্ধা আকতার হামিদ সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক (যুদ্ধাহত), বীর মুক্তিযোদ্ধা বনগোপাল দাশ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, সাংস্কৃতিক কমান্ডের আবদুস সালাম সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন।