৭০ বছর বয়সেও মাদক ব্যবসা, ধরা পুলিশের হাতে

একদশক ধরে মাদক ব্যবসা করে আসছিল মো. আলী হোসেন (৭০)। এক সময় মাদকসহ র‍্যাবের হাতে আটক হলেও জামিন পেয়ে লাপাত্তা হয়ে যান তিনি। তবে পুলিশও আশা ছাড়েনি। শেষ পর্যন্ত আলী হোসেনকে ধরতে ভিক্ষুকের বেশ ধারণ করে পুলিশ। আর সেই টোপেই ধরা পড়ে কোতোয়ালী থানার কথিত মাদক সম্রাট আলী হোসেন।

বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার এনায়েতবাজার বরফগলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আলী হোসেন কোতায়ালী থানার বাটালী রোডের শাহ আব্দুল্লাহ বাড়ির মৃত আলী ফজলের ছেলে।

পুলিশ জানায়, আলী হোসেন ২০১১ সালে ফেনসিডিলসহ র‍্যাবের হাতে ধরা পড়ে। এরপর আরও ৬টি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। তবে বারবার জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যেতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‌‌আলী হোসেনকে ধরতে ভিক্ষুকের বেশ ধারণ করে পুলিশ। আর এভাবেই তার গোপন অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগেও কারাগার থেকে বের হয়ে মাদক কারাবারে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, কোতোয়ালী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট মো. আলী হোসেন। তিনি প্রায় সময়ই মাদক নিয়ে গ্রেফতার হলেও বার বার জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মো. আলী হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরও ছয়টি মাদকের মামলা রয়েছে।

Cmp
Comments (১)
Add Comment