প্রেস ক্লাব ও এপিক হেলথের মধ্যে চুক্তি

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও পরিবারবর্গের চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে কোভিডসহ সকল টেস্টে বিশেষ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে এপিক হেলথ কেয়ার কর্তৃপক্ষ।
শনিবার (১২জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর সভায় এ বিষয়ে ঘোষণা দেন এপিক হেলথ কেয়ারের ডাইরেক্টর অপারেশন অ্যান্ড সিইও ডা. এনামুল হক নাদিম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর( সেলস এন্ড মার্কেটিং) টিএম হান্নান বলেন, এপিক টেস্টের ক্ষেত্রে নতুন নতুন মেশিন সংযোজন করছে যেমন মোলকুলার বায়োলজি ও হিস্টোপ্যাথলজি ও ইউমিউনোহিস্টোক্যামিস্ট্রি ল্যাব। পাশাপাশি আন্তর্জাতিক মানদন্ড বজায় রাখতে নিয়মিত কাজ করছে। ডব্লিউএইচও কর্তৃক একমাত্র আইএসও ১৫১৮৯ঃ২০১২ এক্রিডিটেড ল্যাব হওয়ায় আমাদের রিপোর্ট বিশ্বের যে কোন দেশে গ্রহণযোগ্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম।

প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, এপিক হেলথ কেয়ারের মাধ্যমে চট্টগ্রামের মানুষ উন্নত সেবা ও রোগ নিরূপনের ক্ষেত্রে নির্ভুল রিপোর্ট পাবে-এই আশা রাখি। সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে পারলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এ সময় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক এবং মহসিন চৌধুরী, এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট জসিম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট জহির রায়হান, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম ও রুমাত মুস্তাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

chittagong press clubEpic Health careএপিক হেলথ কেয়ারচট্টগ্রাম প্রেস ক্লাবচুক্তি