চট্টগ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত আলীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
শুক্রবার (১১ জুন) রাতে নগরীর খুলসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জিহাদে অংশগ্রহণ করার জন্য ২০১৭ সালে তুরস্ক হয়ে সিরিয়া যান সাখাওয়াত। সিরিয়াতে ছয় মাস “হায়াত তাহরীর আরশাম” এর কাছ থেকে ভারী অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নিয়ে সিরিয়ার ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেন।
পরবর্তীতে সিরিয়া থেকে অবৈধ পথে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়ায় যান সাখাওয়াত। ইন্দোনেশিয়ায় থাকাকালীন সেখানেও জিহাদী কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এরপর গত ২২ শে মার্চ দেশে ফিরে সাখাওয়াত জিহাদী কার্যক্রম পরিচালনা করতে থাকে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এসময় তার কাছ থেকে নোট বুক, ট্যাব, মোবাইল ফোন ও জিহাদী কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবী কাউন্টার টেরোরিজম ইউনিটের।