সিআরবি এলাকায় হাসপাতাল: অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রতিবাদ

‘চট্টগ্রামের ফুসফুস’ খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ বন্ধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী।

বৃষ্টি ও অসুস্থতা উপেক্ষা করে শনিবার বেলা ১১টা থেকে অবস্থান নেন তিনি।

সিআরবির সবুজ রক্ষার আন্দোলনে শামিল হওয়া নিয়ে সাংবাদিক নাসিরুদ্দিন বলেন, ‘এখন ডিসির পাহাড়ে অক্সিজেন নেই মুক্ত হাওয়া সেবনের মতো। এখন সিআরবিও যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের মুক্ত বায়ুর জায়গাটা ধ্বংস হয়ে যাবে; চট্টগ্রামের ফুসফুস ধ্বংস হয়ে যাবে।

‘এ জন্য আমরা বলছি, আপনারা ঐক্যবদ্ধ হোন। চট্টগ্রামের জনগণ ঐক্যবদ্ধ হয়ে অতীতে বহু ইতিহাস সৃষ্টি করেছে। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেন ব্রিটিশের অস্ত্রাগার লুট করে চট্টগ্রামকে স্বাধীনের চেষ্টা করেছেন।’

তিনি আরও বলেন, ‘ভয়াবহ দূষণের শিকার চট্টগ্রাম। সিআরবি পাহাড়ের শত শত বছরের শিরীষ গাছগুলো এক একটি অক্সিজেন তৈরির কারখানা। সিআরবিতে হাসপাতাল হলে সেই অক্সিজেন ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে।’

সাংবাদিক নাসিরুদ্দিন সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন। তিনি দীর্ঘ সময় ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

তিনি দাবি করেন, নিজে যেভাবে হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে, হাসপাতাল নির্মাণ হলে সিআরবিও মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।

সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু তাদের বিরোধিতা উপেক্ষা করেই হাসপাতাল নির্মাণের প্রথম ধাপের কাজ শুরু করেছে ইউনাইটেড গ্রুপ।

Chattogram24চট্টগ্রাম টুয়েন্টিফোরপ্রতিবাদসিআরবিহাসপাতাল
Comments (১)
Add Comment