কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের অধীন ১৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট নুডুলস, ১টি সাবান ও ৫টি মাস্ক।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং করোনা থেকে রক্ষায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করোনাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ধন্যবাদ জানান কমান্ডার মোজাফফর।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, পাঁচলাইশ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, পাহাড়তলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহামদ, সদরঘাট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্ল্যাহ, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ, হালিশহর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ, বন্দর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, ইপিজেড থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম.এ মন্নান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলুসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।