চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষার সময় সূচী :
প্রাণিবিদ্যা বিভাগ :
চবি প্রাণিবিদ্যা বিভাগের এম.এস. (ফিশারিজ এন্ড লিমনোলজি) 2022 এর থিসিস গ্রুপের শিক্ষার্থীর প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা আগামী 04.09.2025 তারিখ সকাল 10:00 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
প্রাণিবিদ্যা বিভাগ :
চবি প্রাণিবিদ্যা বিভাগের 1ম বর্ষ বি.এস.সি. (সম্মান) 2024 কোর্স নং 112 থেকে 119 এর ব্যবহারিক পরীক্ষসমূহ আগামী 31.08.2025 থেকে 10.09.2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ওশানোগ্রাফি বিভাগ :
চবি ওশানোগ্রাফি বিভাগের 2022-2023 শিক্ষাবর্ষে এম.এস. কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি/সাময়িক ভর্তি/পুনঃভর্তি 19.08.2025 তারিখ থেকে শুরু হয়েছে। বিলম্ব ফিসছাড়া 11.09.2025 এবং 220/- টাকা বিলম্ব ফিসসহ আগামী 18.09.2025 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ইতিহাস বিভাগ :
চবি ইতিহাস বিভাগের 4র্থ বর্ষ বি.এ. (সম্মান) 2024 কোর্স নং 401 থেকে 408 এর পরীক্ষাসমূহ আগামী 02.09.2025 থেকে 26.10.2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 10:15 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
আরবি বিভাগ :
চবি আরবি বিভাগের 2য় বর্ষ বি.এ. (অনার্স) 2024 কোর্স নং 201 থেকে 210 এর (নিয়মিত, মানোন্নয় ও রিটেক) পরীক্ষাসমূহ আগামী 04.09.2025 থেকে 03.11.2025 তারিখ পর্যন্ত প্রতিদিনি সকাল 10:15 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
আরবি বিভাগ :
চবি আরবি বিভাগের 3য় বর্ষ বি.এ. (অনার্স) 2024 কোর্স নং 301 থেকে 310 এর (নিয়মিত, মানোন্নয় ও রিটেক) পরীক্ষাসমূহ আগামী 17.09.2025 থেকে 30.11.2025 তারিখ পর্যন্ত প্রতিদিনি সকাল 10:15 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
প্রাণিবিদ্যা বিভাগ
চবি প্রাণিবিদ্যা বিভাগের 1ম বর্ষ বি.এস.সি. (সম্মান) 2024 কোর্স নং 116 এর ব্যবহারিক পরীক্ষ আগামী 27.08.2025 থেকে 02.09.2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9:00 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ:
চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের 2য় বর্ষ বি.এস.সি. (সম্মান) 2024 কোর্স নং 201 থেকে 210 এর পরীক্ষসমূহ আগামী 11.09.2025 থেকে 13.11.2025 তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা 11:00 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ :
চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এমএম 2023 কোর্স নং 511 এর (নন থিসিস) মৌখিক পরীক্ষা আগামী 31.08.2025 তারিখ সকাল 10:30 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।