নতুন সিএনজি অনুমোদনের আগে অবৈধ সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে– মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সিটি কর্পোরেশন, বিআরটিএ, পুলিশ, সিডিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলে নগরের ট্রাফিক ব্যবস্থা আমূল পরিবর্তন হবে । তিনি বলেন, নতুন সিএনজি অনুমোদনের আগে অবৈধ সিএনজির বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তা না হলে নগরে যানজট আরও বাড়বে এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও পরিবহন খাতের সকলকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।
তিনি রবিবার বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, হিউম্যান হলার খাতে কর্মরত শ্রমিকদের ট্রাফিক আইনে হয়রানি, নো পার্কিং মামলা, ডবল মামলা দেওয়া, মামলায় জব্দকৃত গাড়ির মনগড়া জরিমানা, বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান ও নবায়নে ঘুষ বাণিজ্যসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন। এছাড়া তারা চট্টগ্রামে চার হাজার সিএনজির রেজিষ্ট্রেশন দেওয়ার দাবি জানান।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর মেট্রো সার্ভিস লিমিটেডের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সহ সভাপতি আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মধু সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, কার্যকরী সভাপতি মো. জহির উদ্দিন, সহ সভাপতি জাকির হোসেন, নুর নবী, যুগ্ম সম্পাদক মো. খোকন, মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক জাফর শিকদার, নুর আহমদ, সদস্য মো. মনির প্রমূখ।