অসাধু চক্র অনৈতিক সুবিধা আদায় করছে : সিএমপি কমিশনার

গত ৫ আগস্ট সরকার পতনের পর অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বলেন, ক্ষমতার পালাবদলের পর হওয়া বিভিন্ন মামলায় আসামি করার হুমকি ও অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ‘চক্রের’ টাকা নেওয়ার তথ্য তাঁর কাছে আছে। সে চক্রকে ‘প্রতারক’ হিসেবে তুলে ধরে তাদের অপতৎপরতা থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতায় থাকা বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস ও নাম যুক্ত করার হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। সিএমপির বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে।’

তিনি বলেন, ওইসব মামলা থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের প্রতারক চক্রের কোনো সদস্য কারও সঙ্গে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ রইল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলায় অনেক সাধারণ মানুষকে আসামি করার অভিযোগ আছে। এসব মামলায় নাম যুক্ত ও বাদ দিতে চাঁদা আদায়েরও অভিযোগ পাওয়া গেছে।