গণধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে ধরা

নগরের বন্দর থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক রাজুকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান চালিয়ে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার রাজু পতেঙ্গার খালপাড় এলাকার মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজু নগরের বাকলিয়া থানার আহাদ কনভেনশন এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজু জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।