সাবেক দুই কাউন্সিলরসহ ২২৬ জনকে আসামি করে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নগরীর দুই কাউন্সিলরসহ ২২৬ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিকের আদালতে শিবলী নোমান নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদী শিবলী নোমানের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তিনি চন্দনাইশ উপজেলা যুবদলের নেতা বলে তার আইনজীবী জানিয়েছেন।

মামলায় নগরীর জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে প্রথম এবং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী নেতা জহর লাল হাজারিকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

মামলায় শিবলী নোমান উল্লেখ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর নিউমার্কেটের আমতল তিন পোলের এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ ও তাঁতিলীগের নেতাকর্মীরা। ওই সময় শিবলী নোমান গুলিবিদ্ধ হন। পরে ছাত্র-জনতা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু তার অবস্থা বেশি খারাপ হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

বাদীর আইনজীবী জিয়াউল হক জিয়া জানান, ‘শিবলী নোমান চন্দনাইশ উপজেলার যুবদলের নেতা। গত ৪ আগস্ট আন্দোলন করার সময় তিনি গুলিবিদ্ধ হন। সেসময়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় তিনি ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালত মামলার আবেদন গ্রহণ করে নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’