চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে নাসিমা আক্তার নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর স্বামী পলাতক আছেন। পুলিশের ধারণা, স্বামীই তাকে খুন করে পালিয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাতে পতেঙ্গার বিজয়নগর এলাকায় একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নাসিমা আক্তার ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। তার আয়ের টাকাতেই সংসারের খরচের যোগান হতো। গত শনিবার দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লাশ প্রায় গলিত। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছি। তবে কীভাবে খুন করা হয়েছে, সেটা বুঝতে পারছি না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’