চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দারা। আটক দুই যাত্রী হল ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী এবং চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ রায়হান ইকবাল।
আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা ২ যাত্রীকে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মধ্যে ৫৪৩ গ্রাম ওজনের চুড়ি, চেইন এবং ১৯০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) রয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৪২ টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, আটককৃত দুই যাত্রী আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্রগ্রাম-ঢাকা যোগে দুবাই হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা মূলত ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানে করে ঢাকা পাঠিয়ে দেয়া হয়। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও শুল্ক গোয়েন্দার টিমের নিকট তাদের হস্তান্তর করা হয়।