জিইসি কনভেনশন ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফার্নিচার মেলা

চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত

নগরীর জিইসি কনভেনশন হলে আগামী ৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ছয়দিনব্যাপি শুরু হচ্ছে ফার্নিচার মেলা। উন্মুক্ত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ ফার্নিচার মেলা আয়োজন করা হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে নগরের দ্য প্যাভিলিয়ন হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান।

তিনি জানান, ফার্নিচার শিল্পের বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা এই মেলা আয়োজনের মূল লক্ষ্য। ফার্নিচার শিল্পে সরকার যদি পৃষ্ঠপোষকতা ও ঠিকমত তদারকি করেন তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা আশাবাদী এবং বিশ্বাস করি, এ শিল্প একদিন দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে। মেলায় উদ্বোধক থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের ভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মেলা কমিটির সদস্য সচিব আল মো. ইকবাল, সমিতির অর্থসম্পাদক মো. জসিম উদ্দীন, দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, বিভাগী সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন এবং যুগ্ম সম্পাদক সৈয়দুর রহমান আজীজ, সহ-দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবদুল মালেক, মেলা কমিটির সদস্য সুমন, বলিরহাট ইউনিট সভাপতি মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ, ধর্ম বিষয়ক আবদুল মালেক, কার্যকরী সদস্য ওমর ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী মো. শাহ্ আলম, কার্যকরী সদস্য মো. নাজের, মো. আবুল কালাম মোস্তফা, আহমেদ খোকন, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন প্রমুখ।