চট্টগ্রামের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলা করা হয়েছে। আজ রোববার গ্রুপটির দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালতে মামলা করেছে জনতা ব্যাংক নগরীর আগ্রাবাদ চৌমুহনী জীবন বিমা শাখা। এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা দেশে এবারই প্রথম।
রোববার সকালে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, অর্থঋণ আদালতে জনতা ব্যাংক আজকে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মামলা দায়ের করেছে।
জানা গেছে, জনতা ব্যাংক চট্টগ্রামের দুই শাখা থেকে নামে–বেনামে প্রায় ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। গত ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপিঋণ আদায়ে এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলে। ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী হয়ে পড়েছে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে।
২০০৪ সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ১০ হাজার ১০০ কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা।
জনতা ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, আপাতত গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হবে। নিলামে তোলা সম্পদগুলো চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, কোতোয়ালি, চান্দগাঁও ও বাকলিয়া উপজেলায় এবং গাজীপুরে। এসব জমির বাজারমূল্য সাড়ে ৩০০ কোটি টাকার মতো।