সিআরবিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫

অস্ত্র, মাদক ও নগদ ১৫ লাখ টাকা উদ্ধার

নগরীর সিআরবিতে যৌথবাহনীর সাঁড়াশি অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র, মাদক ও নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। সিআরবি ছাড়াও একই সময়ে নগরীর স্টেশন রোড সংলগ্ন ফলমন্ডিতে অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪–এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের পর জব্দ হওয়া মাদকদ্রব্য ও টাকাসহ আটক পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মূলত মাদক সম্রাজ্ঞী ইদুকে ধরতে এই অভিযান চালানো হয় বলে জানায় যৌথবাহিনী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন এই নারী। অভিযানে তাকে বাসায় পাওয়া না গেলেও তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ সময় ইদুর বোন হিরুনিকে আটক করছে যৌথবাহিনী। এই অভিযানে মোট ৫ জনকে আটক করে যৌথবাহিনী।

জানা যায়, সিআরবিতে থাকা বস্তি এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয়,সহ বিভিন্ন অপরাধের স্বর্গ রাজ্য হিসেবে গড়ে তুলে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসিরা। নানা সময়ে আধিপত্য বিস্তারের জেরে মারামারি ও খুনোখুনি নিয়ে সংঘটিত হয়েছে ওই এলাকায়। কথিত আছে বিগত সরকারের আমলে সরকার দলীয় আওয়ামী ও যুবলীগ নেতাদের ছত্রছায়ায় এসব সন্ত্রাসিরা চাঁদাবজিসহ নানা আপরাধ করে থাকতো। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে গেলে ওই এলাকার সন্ত্রাসিদের প্রতিরোধের মুখে ফিরে আসতে হয়েছে।