ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি

চট্টগ্রামে ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদিকে মো. ফিরোজ খানকে বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফিরোজ খান চট্টগ্রাম মহানগর বিএনপির ৫নং মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

শুক্রবার (১ নভেম্বর) দলটির চান্দগাঁও থানা কমিটির সভাপতি মোহাম্মদ আজম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরিত একটি চিঠিতে এ অব্যাহতি দেয়ার বিষয়টি জানা যায়।

ফিরোজ খানকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।’

চিঠিটির অনুলিপি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব মো. নাজিমুর রহমানকেও পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বুধবার ৩০ অক্টোবর আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং চট্টগ্রামের সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ।