সিলেট থেকে ছেড়ে চট্টগ্রামে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধষর্ণের ঘটনায় মো. রাসেল নামে আরো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ জুন ) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় বুধবার সকালে মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, বুধবার রেলওয়ে থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন ভুক্তোভোগী তরুণী নিজেই। এরমধ্যে জামাল, শরীফ ও রাশেদুলকে বুধবার গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। একজন আসামি পলাতক ছিল। বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।
তিনি বলেন, ভুক্তভোগী তরুণী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন। তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় এসএ করপোরেশনের সঙ্গে সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেন।