নগরীর ফিশারিঘাট এলাকার চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর একজনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১২ জুন) সকালে রাজাখালি খালের ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
লামা বাজার ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আফজাল খান চট্টগ্রাম২৪ নিউজকে বলেন, বুধবার সকালে রাজাখালি খালের ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের টিম গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারিনি।
তিনি বলেন, আরেক শিশুকে উদ্ধারে ডুবুরি দল কাজ করে যাচ্ছে। তবে আর কেউ নিখোঁজ আছে কিনা এখনো তা বলা যাচ্ছেনা।
মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালালেও সফল হয়নি। বুধবার সকাল থেকে আবার তাদের উদ্ধারে অভিযান শুরু করলে একজনের মরদেহ উদ্ধার করা হয়।