কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (১ জুন) দুপুর পৌনে একটার দিকে উপজেলার পালংখালীর থাইংখালী তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। কি ভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে প্রায় ২৫০টি বসতবাড়ি, দোকানপাট এবং অন্যান্য কেন্দ্র পুড়ে যায়।