গ্রামের চা দোকানে আড্ডায় ভূমিমন্ত্রী জাবেদ, খোঁজ নেন অসহায় মানুষের

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ভূমিমন্ত্রী। সরকারী প্রটোকল ভেঙ্গে নিজ গ্রাম চট্টগ্রামের আনোয়ারার হাইলধরে চা দোকানে আড্ডায় মেতে উঠেন সাধারণ মানুষের সঙ্গে। শুনেন সাধারণ মানুষের সমস্যার কথা, খোঁজ খবর নেন মানুষের।

রাস্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য তাঁর গ্রামের বাড়ী আনোয়ারায় যাওয়া হয় খুব কম। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তিনি যান নিজ গ্রামে। সকালে গ্রামের সাধারণ মানুষের সাথে সময় কাটান স্থানীয় মানুষের কাছে ‌’বাবু মিয়ার পুত্র’ হিসাবে পরিচিত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

এই সময় তিনি সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে গ্রামের বাড়ি সংলগ্ন স্থানীয় ফকির হাটে সাধারণ চায়ের দোকানে বসে চা পান করেন এবং গ্রামের মানুষের বিভিন্ন সমস্যার কথা তিনি শুনেন। এসময় তিনি মানুষকে আশ্বস্ত করেন তাদের সব সমস্যায় তিনি পাশে থাকবেন। এছাড়াও তিনি গ্রামের বিভিন্ন অসহায় ও হতদরিদ্র মানুষের খোঁজ-খবর নেন এবং স্থানীয় প্রবীণ অনেক আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করেন।

এ সময় গ্রামবাসী তাদের প্রিয় ‘বাবু মিয়ার পুত্র’কে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মন্ত্রী হয়েও সাধারণের সাথে মিশে যাওয়া, এক সাথে চা খাওয়া, খোঁজ-খবর নেয়ায় তারা যারপর নাই আনন্দ প্রকাশ করেন।

পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফাতেহা পাঠ

শেষে মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তাঁর পিতা সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফাতেহা পাঠ করেন এবং তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Comments (১৬)
Add Comment