সুদানে- জাতিসংঘ- ঘাঁটিতে -ড্রোন -হামলা: ৬ বাংলাদেশি- শান্তিরক্ষী- নিহত, -৮ জন- আহত

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। হামলার পর ঘাঁটিতে সংঘর্ষ এখনো চলমান রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন— ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (UNISFA)-এর কাদুগলি ঘাঁটিতে স্থানীয় সময় দুপুরে অতর্কিতভাবে ড্রোন হামলা চালায় সন্ত্রাসী বাহিনী।
হামলার শুরুতে ঘাঁটির তেল সংরক্ষণাগারকে লক্ষ্য করে ড্রোন আক্রমণ করা হয়। পরে সৈন্যদের চলাচলের ওপর পুনরায় ড্রোন হামলা চালানো হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বীর ইউনিটের ছয়জন শান্তিরক্ষী নিহত হন। আহত আটজনের মধ্যে তিনজন নারী সেনাসদস্য রয়েছেন।
আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।