উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে : এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা আজ মধ্যরাত বা শুক্রবার সকালেই

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তর করা হবে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে তাঁকে কাতার সরকারের সরবরাহ করা একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ যাত্রায় তাঁর সঙ্গে থাকবেন দুইজন বিদেশি চিকিৎসক এবং পরিবারের সদস্যরা। লন্ডনের নির্ধারিত একটি বিশেষায়িত হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে স্বাস্থ্য জটিলতা দেখা দিলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাঁর অবস্থা অবনতি হলে ৩০ নভেম্বর তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

তাঁর চিকিৎসা সহায়তায় বুধবার ঢাকায় পৌঁছান যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল। একই দিন রাতে চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে যোগ দেয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল, লন্ডন ক্লিনিক ও দেশীয় বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

১ ডিসেম্বর চীনের আরও পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী চিকিৎসক দল ঢাকায় আসে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে সমন্বয় করার জন্য।

ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।