চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে ৭জন ভিপি প্রার্থীসহ ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতোমধ্যে ২৭ হাজার ৬৩৪ জন ছাত্রকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার থেকে শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির সভাপতি মোহাম্মদ আলী এই নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে উল্লেখ করে ডাকসু এবং জাকসুর ধারাবাহিকতায় প্যানেল দেয়ার ঘোষণা দিয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিবিরের পক্ষপাত দুষ্ট আখ্যায়িত করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন । নির্বাচন কমিশন চাকসু নির্বাচনকে স্বচ্ছ ও সর্বজন গ্রহণযোগ্য করতে নানান পদক্ষেপ গ্রহণের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনির উদ্দিন ও সদস্য সচিব প্রফেসর ডঃ এ কে এম আরিফুল হক সিদ্দিকী ।
মনোনয়নপত্র বিতরণ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা এবং ২৫ শে সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর চট্টগ্রাম বহুল আলোচিত চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।