বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, বাণিজ্যের বৈচিত্রকরণ ও ব্যবসার সক্ষমতা বৃদ্ধির জন্য যতোগুলো দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় সেই চেষ্টা করছে সরকার। বিক্রয়ের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক আমদানী সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রনালয়ের সাথে আলাপ চলছে। অন্যদিকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। এ বছরের শেষে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে এবং দুই দেশের বন্দরের মধ্যে কানেকটিভিটি বৃদ্ধি পেলে দেশ দুটির মধ্যে আমদানী -রপ্তানী বাণিজ্যে নতুন দুয়ার উন্মোচিত হবে ।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বানিজ্য মন্ত্রী জাম কামাল খান ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া ও চিনি শিল্প ,গার্মেন্টস শিল্প, কৃষি ও খাদ্য পণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে । মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।