এবার দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি, ২১ মিনিট উড়ার পর ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামে জরুরি অবতরণ।

বড় কোন দূর্ঘটনা থেকে বিমানকে রক্ষায় কার্যকর উদ্যোগের দাবী সচেতন মহলের

এবার দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ একটি ফ্লাইট ২১ মিনিট আকাশে উড়ার পর যান্ত্রিক রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে জরুরী অবতরণ করেছে। রিনরাপদে রয়েছে যাত্রীরা । আজ বৃহস্পতিবার দুবাই থেকে আগত ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রামের যাত্রী নামিয়ে দেয়ার পর ২শ ৮৭ জন যাত্রী নিয়ে ৮টা ৩৭ মিনিট ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায় উক্ত ফ্লাইট। উড়ার পর ফ্লাইটের ল্যান্ড গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফ্লাইটটি ২১ মিনিট আকাশে উড়ার পর ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরী নিরাপদে অবতরণ করে। সর্বশেষ ১১টার দিকে ঢাকার যাত্রীদেরকে বিমানের অন্য একটি ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়েছে। বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে রয়েছে। বার বার বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় আগামীতে বড় কোন দূর্ঘটনা থেকে বিমানকে রক্ষায় এখন থেকে কার্যকর উদ্যোগ নিতে সচেতন মহল দাবী করেছেন।