মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আযম বীরপ্রতীক বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের বিচার কার্যক্রমে সরকার কাজ করছে। তবে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার । তিনি বলেন, দেশের ৮৪৪ টি স্থানে স্মৃতিফলক স্থাপন করা হবে। এতে শহীদদের স্মরণে রাখা এবং এগুলা দেখে আগামীতে যারা রাষ্ট্র শাসন করবে তারা যেন স্বৈরাচার হয়ে না ওঠে।
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. ডিয়া উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক ফরিদা খানম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ১৪ জুলাই নগরীর পাঁচলাইশস্থ জাতিসংঘ পার্কের জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্রদের আপত্তি জানালে নগরীর বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে এসব স্ট্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন।