কর্ণফুলী ইপিজেডের জুতো তৈরীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

 

চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেড এলাকায় জান্ট অ্যাক্সেসরিজ নামের একটি জুতো তৈরীর ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার অফিস সূত্রে জানাযায়, দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেডে একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের আটটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিন অফিস জানায়।