চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ৭২ দশমিক ০৭ শতাংশ যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। এবছর ফেল করেছে ৩৯ হাজার ২০৭ জন পরীক্ষার্থী।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ০২ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ এবারের ফলাফল সম্পর্কে বলেছেন, বর্তমান সরকার আমাদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা শিক্ষা ব্যবস্থার সঠিক চিত্রটা তুলে আনি। আমরা এবার সে কাজটিই করেছি, এবার খাতা মনিটরিং করার ক্ষেত্রেও কঠোরতা অবলম্বন করা হয়েছে, খাতা খুব গুরুত্ব দিয়ে মনিটরিং করা হয়েছে। যাতে কোন ত্রুটি-বিচ্যুতি না থাকে।