প্রকাশ্যে নারী আইনজীবীর গলার চেইন নিয়ে গেলো ছিনতাইকারীরা

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসের মধ্যে প্রকাশ্যে সিফায়েতুন নেতা সোমা নামে এক নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন নেতা সোমা বলেন, চট্টগ্রামের টাইগার মোড় থেকে বাসে উঠে আদালত যাচ্ছিলাম। বাসটি রিয়াজ উদ্দিন বাজার এলাকায় আসলে বাসের গতি কমে যায়। সেখান থেকে সাত-আট জনের একটি গ্রুপ বাসে ওঠেন। তারা এসে আমাকে টার্গেট করেন। নিউ মার্কেট মোড়ে বাসটি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে সবাই দ্রুত নেমে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, এক আইনজীবীর গলা থেকে চেইন ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। ওই বাসের চালক-হেলপারকে আটক করে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।