বাঁশখালীতে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাত ১টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, প্রতিদিনের মতো রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত ১টার দিকে মোবাইলে কল করে বলে, দোকান আগুনে পুড়ে যাচ্ছে। তারপর দৌড়ে এসে দেখেন তাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ২৫-৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম বাহারচড়া মোশাররফ আলী বাজার পর্যন্ত পৌঁছালে আগুন নিয়ন্ত্রণ চলে আসছে জানালেন আমার চলে আসি। প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

আরএমএন/এমএন