চট্টগ্রামে বিএনপিকর্মীদের কাছে ‘সাবেক ওসি’ হেনস্তার শিকার

চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে হেনস্তা করেছে বিএনপিকর্মীরা। এ সময় তাঁকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। এ সময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন একটি স্কুলের সামনে নেজাম উদ্দিনকে দেখার পর স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা তার ওপর চড়াও হন। পরে তাকে পাঁচলাইশ থানা পুলিশ হেফাজতে নেয়।

নেজাম উদ্দিন  বর্তমানে কুমিল্লা জেলা সিআইডিতে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামের কোতোয়ালি ছাড়াও সদরঘাট, বাকলিয়া থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।

সাবেক ওসি নেজামের হেনস্তার বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, উনাকে ওই এলাকা থেকে পুলিশ থানায় নিয়ে আসা হয়। উনি এখন আমাদের হেফাজতে আছেন। থানায় নিয়ে আসার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং পুলিশ কর্মকর্তা নেজামকে গ্রেপ্তারের দাবি জানান।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, সাবেক ওসি নেজামকে পাঁচলাইশ এলাকায় কিছু লোক হেনস্তা করেছে। তাকে আমরা উদ্ধার করে হেফাজতে নিয়ে এসেছি। শুনেছি তিনি পাঁচলাইশে তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন।

এদিকে পুলিশ কর্মকর্তা নেজামকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে স্বৈরাচারের দোসর হিসেবে উল্লেখ করে ঘিরে ধরা নেতাকর্মীরা বলছিলেন, গত ১৫ বছর তাদের এবং তাদের নেতা ‘শাহাদাত ভাইকে’ কষ্ট দিয়েছেন তিনি। এসময় টানাহেঁচড়ায় নেজামের শার্ট ছিঁড়ে যায়। এছাড়া চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল আলমকে দলীয় নেতাকর্মীদের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে জড়ো হওয়ার আহ্বান জানাতেও দেখা গেছে ভিডিওতে।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর তিনি পটিয়া থানার ওসির হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে ওসি নেজাম উদ্দিন কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।