চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুল হকের সহযোগী মহানগর যুবলীগ নেতা মো. এরশাদ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল রোববার (৫ জানুয়ারি) রাতে নগরীর মোহরা এলাকার শংকর দেওয়ানজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরশাদ (৪০) নগরীর উত্তর চান্দগাঁও ব্যাপারী পাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, চান্দগাঁও থানার মামলায় পলাতক আসামি মো. এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের মোহরা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এরশাদ এড়াতে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা, নাশকতা এবং চাঁদাবাজির ৫টি মামলার তথ্য পাওয়া যায়। তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।