জুলাই অভুত্থান স্মরণ রাখতে ওয়াসিমের নামে উড়াল সেতু : গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চট্টগ্রামে জুলাই গণঅভুত্থানে প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারাদেশে যারা এই জুলাই অভুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারাদেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে। আগামী প্রজন্ম যেন উড়াল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় শহীদদের কথা মনে রাখতে পারে, তাদের ত্যাগের কথা মনে রাখতে পারে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না। শহীদরা শহীদ। শহীদদের তালিকা দেওয়া থাকবে। তাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার দৃশ্যমান করার কাজ মেয়র করবেন।

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করেছিলেন বিগত আওয়ামী লীগ সরকার। সেটি এখন জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের নামে করা হয়েছে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, বোর্ড সদস্য জাহিদুল করিম কচি এবং সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচন করে উপদেষ্টা আদিলুর রহমান খানের উদ্বোধনের মধ্যে চট্টগ্রামে নির্মিত প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় কার্যক্রমের সূচনা হয়েছে। এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। এরপর সিডিএ চেয়ারম্যান মো. নুরুল করিমও টোল দিয়ে পার হন।

সিডিএ’র সিদ্ধান্ত অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোটর সাইকেল ও ট্রেইলার ব্যতীত মোট ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারবে। এর মধ্যে প্রাইভেট কারকে ৮০ টাকা, মাইক্রোবাস ১০০ টাকা, পিকআপ ১৫০ টাকা, মিনিবাস ২০০ টাকা, বাস ২৮০ টাকা, চার চাকার ট্রাক ২০০ টাকা, ছয় চাকার ট্রাক ৩০০ টাকা, কভার্ড ভ্যানকে চলাচলের জন্য ৪৫০ টাকা টোল দিতে হবে।