সাংবাদিকদের হাত অনেক লম্বা,আইনের হাত আরো লম্বা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সাংবাদিক কিংবা অন্য যে কেউ জড়িত থাকুক না কেন আইন অনুযায়ী তার বিচার হবে। মনে রাখা দরকার, সাংবাদিকদের হাত লম্বা কিন্তু আইনের হাত আরো লম্বা এবং রাষ্ট্রের হাত আরো লম্বা।
তিনি আরো বলেন, একটি বিশেষ গোষ্ঠী, বিশেষ মহল ও একটি বিশেষ রাষ্ট্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট জন্য রাষ্ট্রের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু সাইফুলের রক্তের বিনিময়ে এই জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছে। এভাবে ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ন্যায়বিচার পাওয়ার একটা পথ তৈরি হয়েছে। ১৫ বছরে দেশে ৭০০ মতো মানুষ নির্যাতন-জুলুমের শিকার হয়েছে। বিএনপির সাত লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলার অধিকাংশ বাদী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। নানা অজুহাতে মিথ্যা মামলা হচ্ছে, এটা অস্বীকার করছি না বলেন তিনি।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট মাহবুব উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার কাজল, গনফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফরিদা খানম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ এতে উপস্থিত ছিলেন।