চট্টগ্রাম নগরীর হালিশহর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ। বুধবার (২ অক্টোবর) সাড়ে ৯ দিকে হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন খালি জায়গায় ঝোপঝাড়ের মধ্য থেকে পিস্তলটি উদ্ধার করে গোয়েন্দা সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মোঃ তারেক আজিজ। তিনি জানান, অস্ত্রটি ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। এটি ৫ আগস্ট হালিশহর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি। উদ্ধার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বেলা ৩টার দিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে গভীর রাত পর্যন্ত দুর্বৃত্তরা নগরের অন্তত ৮টি থানাসহ বিভিন্ন ফাঁড়ি ও পুলিশ বক্সে ব্যাপক তাণ্ডব চালায়। তারা কমবেশি থানাগুলোয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কিছু থানার অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে দূবৃর্ত্তরা ।