নগরের যানজট কমাতে চসিকের পে -পার্কিং সেবা চালু

নগরের যানজট কমাতে ডিজিটাল পে-পার্কিং সেবার পাইলট প্রকল্প চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আপাতত নগরের আগ্রাবাদ এলাকায় ‘ইয়েস পার্কিং’ নামের মোবাইল অ্যাপের মাধমে  রেজিস্ট্রেশন করে অর্থের বিনিময়ে গাড়ি রাখতে পারবেন। বি-ট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সিলভার স্পুন রেষ্টুরেন্টের সামনে এবং ডাচ-বাংলা ব্যাংকের সড়কে মোট ১৭৭ টি গাড়ির পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। নাগরিকরা ইয়েস পার্কিং এপসের মাধ্যমে অনলাইন এবং নগদ টাকা দু’ভাবেই পার্কিং এর জায়গা ভাড়া নিতে পারবেন।

রোববার (৩০ জুন) দুপুরে হোটেল আগ্রাবাদে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ যৌথভাবে পে-পার্কিং প্রকল্প উদ্বোধন করেন।

সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নাগরিক সমস্যা সমাধানে ডিজিটাল সলিউশন আনার চেষ্টা করছি আমি। এর অংশ হিসেবে যানজট কমাতে আগ্রাবাদে পে-পার্কিং চালু করা হল। এই পাইলট প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নগরীতে আরো পে-পার্কিং স্পট চালু করা হবে। ইতোমধ্যে নগরীর ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে ৩ ওয়ার্ডে ঝুলন্ত তারকে মাটির নীচে নিয়ে যাওয়া হচ্ছে জানান তিনি।

সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, নগরীতে গাড়ি পার্কিং করা নিয়ে যে বিশৃঙ্খলা তা পে-পার্কিংয়ের মাধ্যমে লাঘব হবে বলে আশা করি। আধুনিক সিগনাল সিস্টেম চালু হলে যানজট অনেকাংশে কমবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ, প্যানল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, শাহীন আক্তার রোজী, রুমকি সেনগুপ্ত প্রমুখ।