পুলিশি অভিযানে ৪৬টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

নগরীর রেয়াজুদ্দিন বাজার ও সাতকানিয়ার কেরানীহাটে অভিযান চালিয়ে ৪৬টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. জানে আলম (৩৪) ও তাওহিদুল ইসলাম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ জুন )  রেয়াজুদ্দিন বাজার থেকে জানে আলমকে ও কেরানীহাট থেকে তাওহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশনস্) সাজেদ কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেয়াজুদ্দিন বাজারের তাহের ম্যানশনস্থ শ্যামলী হোটেলের নিচে জাহিয়া মোবাইল শপ নামের দোকানে অভিযান চালিয়ে আসামি জানে আলম গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯টি বিভিন্ন ব্র্যন্ডের মোবাইল উদ্ধার করা হয়।

এছাড়া একইদিন সাতকানিয়া থানা পুলিশের সহায়তায় কেরানীহাটের তাসনুভা ওশান সিটির মা-বাবার দোয়া মোবাইল অ্যান্ড সার্ভিসিং সেন্টারে অভিযান পরিচালনা করে তাওহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামীরা স্বীকারোক্তিতে জানিয়েছে দীর্ঘদিন যাবত তারা চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।