চট্টগ্রামে ১৯ মামলার আসামীসহ তিন ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ১৯ মামলার আসামী মো. মহসিন ওরফে মইস্যা (৩৫) ডাকাতসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ( ১ জুন ) ভোররাতে নগরীর পাহাড়তলী, হালিশহর ও কোতোয়ালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মইস্যা ডাকাত সীতাকুণ্ড থানার পূর্ব বাকখালীর নুরুল আলমের ছেলে।

গ্রেপ্তার অন্য দুই আসামী হচ্ছে, মধ্যম হালিশহর ধোপাপাড়ার নুর মোহাম্মদ ছেলে অনিকুল ইসলাম অনিক (৩৩) ও বাঁশখালীর পশ্চিম বরঘোনা গ্রামের মৃত দেলোয়ার হোসেন ছেলে মো. আরিফ মুঈনুদ্দিন (৪০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক ( মিডিয়া) মো. শরীফ উল আলম জানান, শনিবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে ওই তিনি ডাকাতকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে মো. মহসিন ওরফে মইস্যা ডাকাত হত্যা ও অস্ত্রসহ ১৯ মামালার আসামী। গ্রেপ্তার আরিফ ও অনিকের  বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে বিভিন্ন থানায় ৭টি করে মামলা রয়েছে। আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য  স্ব-স্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা শরীফ উল।