গুলি বর্ষণকারী সেই ব্ল্যাক শামীম গ্রেপ্তার

চট্টগ্রাম-১০ আসনে ভোট চলাকালীন সময় খুলশী থানার পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। বিদেশি অস্ত্র সহ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন সময়ে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। এতে শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২) গুলিবিদ্ধ হন।

শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

এর আগে, রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ভোট চলাকালে নগরের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজের ভোটকেন্দ্রের কাছে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী এম মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঐ কেন্দ্রে বেশ কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকে।