ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, একাত্তরের পরাজিত গোষ্ঠী এখনো বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। জাতির পিতা ও তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে এইখেলা শুরু করেছিল। আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সেই গোষ্ঠি আবারও গণতন্ত্রের মুখোশ পড়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনেক আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। যেভাবেই হোক শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা গণতন্ত্র ধরে রাখবো। আগামী নির্বাচনে তাদের পরাজিত করে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তিই ক্ষমতায় আসবে। তিনি বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে জিয়াউর রহমান পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আ.লীগ। এখন সেই বিএনপির নেতারা গনতন্ত্র নিয়ে বড় বড় কথা বলছে’
শনিবার চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহায় আবদুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে দক্ষিণ জেলা যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, গত ১৪ বছর ধরে আমরা সহাবস্থানের রাজনীতি করেছি। বিরোধী দলের কাউকে হয়রানি করিনি। কিন্তু‘ সেটা দূর্বলতা মনে করে যদি আপনারা আনোয়ারা কর্ণফুলীতে যদি কোন ধরণের সহিংসতা চালানোর চেষ্টা করেন তাহলে শক্ত হাতে প্রতিহত করা হবে।
ভূমিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার উড়ে আসেনি ধাক্কা দিলে পড়ে যাবে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে এ দল ক্ষমতায় এসেছে। আমাদেও আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে-ঘরে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে জয় লাভ করে ঘরে ফিরব ।
দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালীর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনা অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া-লোহাগড়া আসনের সংসদ সদস্য প্রফেসর আবু রেজা মু. নেজাম উদ্দিন নদভী , সাবেক এমপি ও দক্ষিণ জেলা মহিলা আ.লীগ সভাপতি চেমন আরা তৈয়ব। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল রহমান সোহাগ। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপ ক্রীড়া সম্পাদক মো. আবদুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন, উত্তর জেলা সাধারণ সম্পাদক মো. শাহজাহান, দক্ষিণ জেলা যুবলীগ সাবেক সভাপতি আ.ম. ম টিপু সুলতান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা মহিলা আ.লীগ সা: সম্পাদক শামীমা লুবনা হারুন সহ অন্যরা।