কর্তৃপক্ষের অবহেলা, অদক্ষ অপারেটর দিয়ে প্ল্যান্ট পরিচালনা ও নিয়মিত মেন্টেইনেন্স না করার কারণেই চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।
তদন্ত কমিটি মঙ্গলবার (১৪ই মার্চ) জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে আনুষ্ঠানিক ভাবে তদন্ত রিপোর্ট হস্তান্তরকালে এ তথ্য জানানো হয়। এসময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যজিট্রেট রাকিব হাসান জানান, বিশ্বে কোন অক্সিজেন প্ল্যান্টে গত ১০বছরে এ ধরণের ভয়াবহ কোন বিস্ফোরণ ঘটনা ঘটেনি। একমাত্র সীমা অক্সিজেন প্ল্যান্টেই এ ঘটনা ঘটেছে।
একটি অক্সিজেন প্ল্যান্ট কি কি কনফ্লায়েন্স থাকা উচিত, কোন লেভেলে কোন টেকনিশিয়ান থাকা উচিত তা গুরুত্ব দেয়া হয় নাই। এ প্ল্যান্ট পরিচালনায় কর্তৃপক্ষের যতেষ্ট অবহেলা রয়েছে।
এসময় জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটি চট্টগ্রামের অক্সিজেন প্ল্যান্টগুলোর দূর্ঘটনা রোধে ৯ দফা সুপারিশ প্রদান করেছেন।
রিপোর্টটি মন্ত্রী পরিষদ সচিবের বরাবর প্রেরণ করা হয়েছে। তাঁর অনুমতি সাপেক্ষে পূর্ণাঙ্গ রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
গত ৪ই মার্চ (শনিবার) সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৭জন নিহত ও ৩৫ জন আহত সহ ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যজিট্রেট রাকিব হাসানের নেতৃত্বে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৭ কর্মদিবসের তদন্ত শেষ করে মঙ্গলবার তদন্ত রিপোর্ট হস্তান্তর করেন।