মোছলেম উদ্দিন আহমেদ এমপি আর নেই

অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে চিরদিনের জন্য চলে গেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এমপি।

সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, আত্মীয়স্বজন ও বহু রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুর সংবাদটি ১২টা ৪৮ মিনিটে বোয়ালখালী আওয়ামী লীগ নেতা মনসুর আলম বাপ্পী তার ফেসবুকে শেয়ার করেন। সোমবার মোসলেম উদ্দিনকে দেখতে যাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাতও মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে পেনক্রিয়াটাইটিসের ক্যান্সারে ভুগছিলেন। করোনার সময়ই তার ক্যান্সার ধরা পড়ে। কিন্তু বিষয়টি তিনি অতটা গুরুত্ব দেননি। শরীরে ক্যান্সারের জীবাণু নিয়েই রাজনীতির মাঠে রোজ সরব ছিলেন।

মোছলেম উদ্দীন আহমেদ ১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করে অল্পে ভোটে পরাজিত হন। পরে মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের উপ নিবাচনে চট্টগ্রাম ৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিনবার সাধারণ সম্পাদক, দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে দ্বিতীয়বারের মতো সভাপতি হন। তিনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমেই তার উত্থান। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে বহু সাহসী ও গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করে মোছলেম উদ্দিন আহমেদ।

সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আজ সোমবার হেলিকপ্টারে করে তার মরদেহ চট্টগ্রাম আনার পর বাদ আসর বোয়ালখালী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। সোমবার রাতে মরদহে রাখা হবে নগরীর লালখান বাজারের বাসভবনে। মঙ্গলবার সকাল ১১টায় জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা শেষে গরীব উল্লাহ শাহ মাজারস্থ মায়ের কবরের পাশে দাফন করা হবে মোছলেম উদ্দিন আহমদকে।

শোক:
এদিকে সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ এর মৃত্যুর খবরে রাজনৈতিক, সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রামের এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

মোছলেম উদ্দিন