সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভয়াবহ অগ্নিকান্ডের ছয় মাস না পেরুতেই মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সোয়া তিনটার দিকে ডিপোর একটি শেডে রপ্তানির জন্য রাখা পাট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানায় কুমিরা ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিস কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে গত ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরনে ফায়ার কর্মীসহ ৫১ জন প্রাণ হারায়। আহত হয় প্রায় দুই শতাধিক মানুষ।