চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোট কাল

ভোটগ্রহণ মনিটরিংয়ে থাকছে সিসিটিভি ক্যামেরা

জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৫টি উপজেলার ৩০টি বুথে এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ মনিটরিং করার জন্য প্রতি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হবে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে।

নির্বাচনে চেয়ারম্যানের একটি পদের বিপরীতে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির (নিবন্ধন প্রক্রিয়াধীন) মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত (মোটর সাইকেল)।

অপরদিকে ১৫ উপজেলায় ১৫টি সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের পাঁচ পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই হাজার ৭৩০ জন ভোটার ১৫ উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা পরিষদ আইন অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনে শুধু ভোটার হবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, ১৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান। ১৫ উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যরা। সকল পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা। ২ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২০৯৩ জন এবং নারী ভোটার ৬৩৭ জন।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে তিন জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন—চট্টগ্রাম-১ (মীরসরাই) ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম-৬ (রাউজান) ওয়ার্ডে কাজী আবদুল ওহাব ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ওয়ার্ডে আবুল কাশেম চিশতী। এই তিন ওয়ার্ডে সাধারণ সদস্যপদে নির্বাচন হবে না। তবে চেয়ারম্যান ও সংরক্ষিত ওয়ার্ডে ভোট গ্রহণ হবে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, ভোট গ্রহণের জন্য ১১০ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শেষ হয়েছে। ভোট গ্রহণের জন্য প্রতিটি উপজেলায় একজন প্রিসাইডিং কর্মকর্তা, দুই জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চার জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রের নিরাপত্তায় সাত জনের ফোর্স নিয়োজিত থাকবে। এর মধ্যে অস্ত্রসহ তিন জন পুলিশ সদস্য, অস্ত্রসহ দুই জন আনসার সদস্য ও অঙ্গীভূত আনসার দুই জন। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে ৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইভিএম এর মাধ্যমে সব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা বলয়। মনিটরিং করা হবে সিসি ক্যামেরার মাধ্যমে।’

সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে লড়ছেন আ.ম.ম দিলসাদ, মো. শওকতুল আলম, ৩ নম্বর ওয়ার্ডে মো. নুরুন্নবী ভুট্টো, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, মো. রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাহেদ সরওয়ার শামীম, মো. আলাউদ্দীন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন. কামরুল হোসেন আলাল, ৪ নম্বর ওয়ার্ডে মো. আমান উল্লা খাঁন চৌধুরী, আখতার উদ্দীন মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবু আলম, গোলাম মোস্তফা, জাফর আহমেদ, মোহাম্মদ আলমগীর, মো. নুরুল আবছার, এইচ এম আলী আবরাহা, মো. মনজুর হোসেন চৌধুরী, মো. এজাহার মিয়া, মো. সেলিম উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইউনুছ, বোরহান উদ্দিন এমরান, ৯ নম্বর ওয়ার্ডে ইসলাম আহমদ, অধ্যাপক মো. রাশেদুল হাসান, ১০ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাহাদাত হোসেন, দেবব্রত দাশ, ১১ নম্বর ওয়ার্ডে মো. শেখ টিপু চৌধুরী, আবু আহমেদ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে এস এম আলমগীর চৌধুরী, মোহাম্মদ আবুল বশর, ১৩ নম্বর ওয়ার্ডে সাহাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল আজিজ চৌধুরী, কল্যাণ বড়ুয়া. মো. হামিদ উল্লাহ, মো. নুরু হোছাইন, এম জিললুল করিম শরীফি, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ আলমগীর কবির, মো. খালেকুজ্জমান, ১৪ নম্বর ওয়ার্ডে মনির আহমদ, গোলাম ফেরদৌস রুবেল, আব্দুল আলীম ও ১৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী লড়ছেন।

অন্যদিকে সংরক্ষিত আসনে ১ নম্বর ওয়ার্ডে জাহান আরা নাজনীন, ইয়াছমনি আক্তার কাকলী, রওশন আরা বেগম, ইসমত আরা সুলতানা, নার্গিস আকতার, ২ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা ইউসুফ, জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, অ্যাডভোকেট উম্মে হাবিবা, ৩ নম্বর ওয়ার্ডে তাহমিনা আক্তার চৌধুরী, জগদা চৌধুরী, মোস্তফা রাহিলা চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ দিলু আরা বেগম, দিলুয়ারা বেগম, রেহানা বেগম ফেরদৌস চৌধুরী, সাজেদা বেগম, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া ও ৫ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা বেগম, রুখসানা আকতার, শিকু আরা বেগম, তসলিমা আকতার, সুরাইয়া খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা পরিষদ নির্বাচন