‘নানা অপরাধে ৪০ পুলিশ সদস্যকে চাকুরীচ্যুত ও জেলে প্রেরণ করা হয়েছে’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, তাঁর ১বছর ১০মাসের দায়িত্ব পালন কালে সিএমপিতে মাদক বিক্রি, সেবনসহ বিভিন্ন শৃংখলাজনিত অপরাধ ও ডোবটেস্টের মাধ্যমে ৪০জন পুলিশসেদস্যকে চাকুরীচ্যুত ও জেলে প্রেরণ করা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণে শৃংখলা আনতে পরিবহণ মালিকদের নিয়ে কোম্পানী গঠন, পে- পার্কিং চালুকরণ, ফুটপাতকে হকারমুক্ত করে হাটার পরিবেশ সৃস্টি এবং শহরের প্রধান সড়কে রিক্সা মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামীতে নতুন কমিশনার জনস্বার্থে এসব কার্যক্রম বাস্তবায়ন করবেন বলে আশা করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) তাঁর বদলী উপলক্ষে বিদায়ী ব্রিফিং এ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দামপাড়াস্থ পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে উপ পুলিশ কমিশনার ক্রাইম মো: শামসুল আলম, সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামলসহ সাংবাদিকরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ৩০ জুন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ হাসপাতালের পরিচালক পদে পদায়ন করে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়কে সিএমপির কমিশনার পদে পদায়ন করা হয়। কৃষ্ণ পদ রায় সিএমপির ৩১ তম কমিশনার হিসেবে আগামী সপ্তাহে সিএমপিতে যোগ দেয়ার কথা রয়েছে।

Cmp